নুর-ই-মাহাবুব :
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বরিশালের ওয়াপদা কলোনিতে পাকিস্তানি হানাদার বাহিনী ক্যান্টনমেন্ট স্থাপন করেছিল । এখানে বসে তারা মানুষ ধরে এনে টর্চার করতো। নির্বিচারে গুলি করে মারতো। নারীদের ধর্ষন করতো।
মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত বরিশালের ওয়াপদা কলোনিতে ঘটতো এসব নৃশংস ঘটনা। এস্থানটি সংস্কার করার জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে সাড়ে ৩ কোটি টাকার বাজেট দেয়া হয়। বাজেট দেয়ার পর বরিশাল সিটি কর্পোরেশন টেন্ডার আহ্বান করে এরপর ঠিকাদারকে কর্যাদেশ প্রদান করে সিটি করর্পোরেশন।
ঠিকাদার যখন পানি উন্নয়ন বোর্ডের ভিতরে অবস্থিত টর্চার সেচ,বাংকার, ব্রীজ এসব সংস্কার করার জন্য কাজ শুরু করে তখন ওয়াপদা কতৃপক্ষ ঠিকাদারকে বাধা প্রদান করে। তারা বিভিন্ন অজুহাত দেখায় এবং এখানে কি ধরনের কাজ হবে তা সিটি করর্পোরেশনের নিকট জানতে চায়।
সিটি কর্পোরেশন থেকে কাজের বিবরনী সহ প্রেরন করা হয়। এবং ওয়াপদা কলোনিতে যাতে সিটি কর্পোরেশন কাজ করতে পারে এ জন্য একটি সমঝোতা স্মারক করা হয়। এরপর ও পাউবো মহান মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষনে কাজ করতে দিচ্ছে না। বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগর কমান্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদের জেলা সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন চৌধুরী আরো বক্তব্য রাখেন শেখ কুতুব উদ্দিন আহম্মেদ জেলা কমান্ডার,বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে কাজ শুরু করার আহ্বান জানান। যদি ১৬ ই ডিসেম্বরেরর মধ্যে কাজ শুরু করা না হয় এরপর তারা কঠোর আন্দোলন কর্মসূচীর ডাক দিবেন বলে তাদের বক্তৃতায় বলেন।