অনলাইন ডেস্ক :: মাদারীপুরের কালকিনিতে প্রাইভেটকার, বাস ও অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে কালকিনি উপজেলার ভূরঘাটা মজিদবাড়ি মহাসড়কে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাস এবং ঢাকা থেকে বরিশালগামী একটি প্রাইভেটকার কালকিনি উপজেলার ভুরঘাটা জিরো পয়েন্ট এলাকার পৌঁছালে একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে তিনটি পরিবহনের ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। এদিকে ভ্যানচালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা বিভিন্ন ক্লিনিকে ভর্তি থাকায় তাদের পরিচয় এখনও জানা যায়নি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।