বরিশাল সদর ৫ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামিমের একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে শহরের উত্তর পশ্চিমপ্রান্ত গণপাড়া আবেদ খাঁ মাজার এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ। কিন্তু এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এমনকি কে বা কারা আগুন দিয়েছে তাও নিশ্চিত হতে পারছে না।
বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশেরর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানিয়েছেন,কার্যালয়টিতে আগুন জ্বলতে দেখে থানায় খবর দেয় পথচারীরা। পরবর্তীতে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু কে বা কারা আগুন দিয়েছে তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।
তবে এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।