শেখ সুমন
আজ মহান বুদ্ধীজীবী দিবস ।১৯৭১ সনের এই দিনে হত্যা করা হয় বাঙালী মায়ের বুদ্ধীজীবী সন্তানদের।আর এই বুদ্ধীজীবীদের স্মরন করতে এই দিনকে শহীদ বুদ্ধীজীবী দিবস হিসেবে পালন করা হয়। বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগের আয়োজনে আজ পালন করা হয় শহীদ বুদ্ধীজীবী দিবস। সদর রোড দলীয় কারযালয় থেকে জেলা প্রশাসক কারযালয়ের সামনে স্বৃত্বিবিজরিত বধ্যভুমিতে পুষ্পমাল্য অর্পন করেন ।
এসময় উপস্থিত ছিলেন তালুকদার মোঃ ইউনুস এমপি, মাহাবুবউদ্দিন আহম্মেদ বীর বিক্রম, মহানগর আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃগোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারন সম্পাদক এ্যাডঃএকেএম জাহাঙ্গীর ও যুগ্ন-সাধারন সম্পাদক যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ সহ সকল সহযোগী সংগঠন ।এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মাইদুল ইসলাম সহ জেলা ও মহানগর আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ ।
ছাত্রলীগ, যুবলীগ, মুক্তিযোদ্ধা প্লজন্মলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগ সংগঠনের পক্ষ হইতে,,স্বৃত্বিবিজরিত বধ্যভুমিতে পুষ্পমাল্য অর্পন করেন।