এপ্রিল ২২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অন্যান্য প্রচ্ছদ বরিশাল

বরিশাল নগরীতে স্কুল ছাত্র আবু সালেহ হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন

হুজাইফা রহমান:

বরিশাল নগরের নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আবু সালেহ’র হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে নূরিয়া স্কুলের ছাত্র, শিক্ষক, সহপাঠী, বন্ধু ও স্বজনরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১ টায় নূরিয়া স্কুলের সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, প্রধান সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন, শিক্ষক জাকির হোসেন, শিক্ষক মোঃ শাহাবুদ্দিন, শিক্ষক অপূর্ব হালদার, শিক্ষক আব্দুস সালাম, ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখার আহবায়ক আহমেদ নবীন, সাংবাদিক এমআর মন্টু ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হুজাইফা রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন আবু সালেহ’র পিতা লিটন মৃধা, আত্মীয় মোঃ সাইফুল, মোঃ ইমরান, হাসান হোসেন সহ আরো অনেকে। আরো উপস্থিত ছিলেন আবু সালেহ’র বন্ধু, ফয়সাল হোসেন, পলাশ চন্দ্র পাইক, ইমরান খান, মোঃ ওপি ও সহপাঠী তাজ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে দুই শতাধিক লোকের উপস্থিতে সকলে আবু সালেহ’র হত্যাকারী হৃদয়-সহ সকল ইন্ধনদাতাদের ফাঁসির দাবি জানায়।

উল্লেখ্য, রোববার রাতে রুপাতলীর শেরে-ই বাংলা রোডের একটি বন্ধ চায়ের দোকানের সামনে এসএসসি পরীক্ষার্থী আবু সালেহ’র ওপর হামলা চালায় একই এলাকার কলেজ ছাত্র হৃদয়। পরে সালেহকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত আবু সালেহ নগরের রুপাতলী এলাকার শেরে-ই বাংলা সড়কের মৃধা বাড়ির লিটন মৃধার ছেলে।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official