24 C
Dhaka
এপ্রিল ১৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ইসলাম প্রশাসন বরিশাল

বরিশাল র‌্যাব-৮এর অভিযানে জেএমবি সদস্য আল-আমিন গ্রেফতার

অনলাইন ডেস্ক:

বরগুনা জেলা সদরে অভিযান চালিয়ে আল-আমিন (২৮) নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
আল আমিন সদর থানার দক্ষিণ ইটবাড়িয়া এলাকার মৃত আ. হামিদ মুসল্লির ছেলে।

রোববার (২৩ ডিসেম্বর) দুপুরে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে- প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আল-আমিন স্বীকার করেছে সে জেএমবির সক্রিয় সদস্য ও বরিশাল কোতোয়ালি মডেল থানায় দায়ের করা একটি মামলায় এজাহার নামীয় আসামি।

এছাড়া বিভিন্ন গোয়েন্দা তথ্য ও আটক করা অন্যান্য আসামিদের কাছ থেকে জানা গেছে- আল-আমিন মাদ্রাসার শিক্ষকতার পাশাপাশি উগ্রপন্থী বিভিন্ন সদস্যের সঙ্গে গোপন বৈঠকে মিলিত হয়। দীর্ঘ দিন যাবৎ সে দেশের বিভিন্ন এলাকায় জেএমবির প্রচারণার কাজ চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার টাউন হল বাসস্ট্যান্ড সংলগ্ন উকিলপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

banglarmukh official

গর্ভবতী নারীর রোজার মাসয়ালা

banglarmukh official

তারাবির নামাজ ছুটে গেলে করণীয়

banglarmukh official