শেখ সুমন
১লা ডিসেম্বর ২০১৭,বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি,বরিশাল কমিটির ত্রিবার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচন এর প্রধান নির্বাচন কমিশনার এডঃএকেএমজাহাঙ্গীর দায়িত্ত্ব পালন কলেন। উক্ত নির্বাচনে সভাপতি পদে জেলা পরিষদ চেয়ারম্যান মাইদুল ইসলাম,ভাইস চেয়ারম্যান পদে যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্, সাধারন সম্পাদক পদে এ্যাডঃহেমায়েত উদ্দিন আহম্মেদ ,ও সদস্য পদে মোসা: নিমু বেগম , ফোরকান হোসেন ইকবাল, এ্যাডঃরফিকুল ইসলাম খোকন, আলমগীর কবির আলো, মিনু রহমান নিবৃাচিত হন।
প্রথম সেশন এ সাধারন সভা মধ্যান্য ভোজ,তার পর ২য় সেশন এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সকল সদস্য ,স্বেচ্ছাসেবক ও সুশিল সমাজ এবং সাংবাদিক বৃন্দ এর উপস্থিতিতেই নির্বাচন এর মাধ্যমে নতুন কমিটি ঘোষনা করেন।