রাকিব শিকদার নয়ন
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিন ভুতেরদিয়া গ্রামে জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে কুপিয়ে আহত করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহত হয়েছেন – দক্ষিন ভুতেরদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন বেপারীর ছেলে সাদ্দাম হোসেন। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮ টার দিকে বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন বেপারীর ছেলে সাদ্দাম হোসেন বাড়ীর সামনে বসেছিলেন। জমি-জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হঠাৎ করেই একই গ্রামের আবদুর রব চৌকিদারের ছেলে শাহাবুদ্দিন চৌকিদার ও শাওন চৌকিদার চাপাতি, রড ও লাঠিসোটা নিয়ে উপর হামলা করে।
এ সময় বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন বেপারীর ছেলে সাদ্দাম হোসেনকে হত্যার উদ্দেশে মাথাসহ শরীরের বিভিন্ন স্থান কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ব্যাপারে বাবুগঞ্জ থানার আফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।