হুজাইফা রহমান: গত ৩০-১১-১৭ ইং তারিখে শহিদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় এ বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র, বরিশালের আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সুবিখ্যাত উপন্যাস “শেষের কবিতা”র উপর ৩৫ তম পাঠচক্র সম্পন্ন হয়েছে। পাঠচক্রের শুরুতেই মহান বিজয় দিবস এর কথা মাথায় রেখে পাঠচক্রের সমন্বয়কারী জনাব বাহাউদ্দিন গোলাপ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। এরপর পাঠচক্রের নিয়মিত কার্যক্রম শুরু হয়। আড্ডায় নিয়মিত পাঠকগণ কেউ অমিত কেউ বা লাবণ্য’র বেশে উপস্থিত হয়ে উপস্থাপন করেন তাদের বিশ্লেষণাত্মক আলোচনা। নিয়মিত পাঠকদের মধ্যে বিশেষভাবে আলোচনা করেন শাকিল মাহমুদ, মুজাহিদুল ইসলাম, শশাঙ্ক বিশ্বাস, হাছনাঈন তুহিন, তৌফিক ওমর, তহসিন, জুদান, অদিতি সপ্তর্ষি, ও হুজাইফা রহমান, নজরুল ইসলাম, ফারজানা ও আরিফ।
বিশ্ব সাহিত্যকেন্দ্র পাঠচক্রের স্বজনদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব সাজ্জাদ্দুল হক, জনাব মিজানুল হাসান সজল এবং জনাব রিয়াজুল ইসলাম। পরে আড্ডায় উপস্থিত থেকে এবং বিশেষভাবে আলোচনা করে পাঠচক্রটিকে আরো প্রাণবন্ত করে তোলেন বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র, বরিশালের সম্মানিত সমন্বয়কারী জনাব বাহাউদ্দীন গোলাপ। প্রশ্ন, পালটা প্রশ্ন, আবার প্রশ্ন এই ভাবে এক প্রাণোচ্ছল পরিবেশে পাঠকগণ যার যার দৃষ্টিভঙ্গি থেকে তাদের পাঠোপলব্ধি উপস্থাপন করেন।
পুরো পাঠচক্রটির আড্ডা পরিচালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র, বরিশাল এর সহ-সমন্বয়কারী জনাব ছোটন্দ্রনাথ চক্রবর্তী।