এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
নির্বাচন রাজণীতি

ভোটের চেয়ে অভিযোগেই বেশি ব্যস্ত ছিল জাতীয় ঐক্যফ্রন্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা প্রচারণায় মনোযোগ না দিয়ে কেবল অভিযোগ জানাতেই বেশি ব্যস্ত ছিলেন। তাদের কার্যক্রম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানাবিধ অভিযোগেই সীমাবদ্ধ ছিল। অভিযোগ করতে সরব থাকলেও ভোটকেন্দ্রের তৎপরতায় ছিল তারা নীরব। ভোট কেন্দ্রগুলোতে তাদের কিছু সংখ্যক এজেন্ট ও নেতাকর্মী সকালের দিকে দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের উপস্থিতি কমে যায়। রাজধানী ঢাকাসহ সারাদেশের কিছু কেন্দ্র পরিদর্শন করে এমন চিত্রই লক্ষ্য করা গেছে।

রাজধানীর কয়েকটি কেন্দ্রে খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা-১০ আসনের হাজারীবাগ সালেহা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, হাজারীবাগ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং ঢাকা-৭ আসনের ভাগলপুর সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে পোলিং এজেন্ট থাকলেও অন্য প্রার্থীদের কোনো এজেন্ট ছিল না। এছাড়াও এমন চিত্র দেখা গেছে, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়াসহ বিভিন্ন জেলার ভোট কেন্দ্রগুলোতে। তারা সব কেন্দ্রে এজেন্ট দিতে পারেনি। যেসব কেন্দ্রে এজেন্ট দিয়েছিল সেগুলো থেকেও বের হয়ে আসেন অনেক এজেন্ট।

ঢাকা-৫ আসনে মাতুয়াইল ইউনিয়ন পরিষদের ৯৫ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আসাদুজ্জান জানান, এই কেন্দ্রে ধানের শীষের কোনো এজেন্ট নেই। বেলা ১২টার দিকে তিনি বলেন, এখন পর্যন্ত ধানের শীষের এজেন্টরা আসেননি। শুধু নৌকার প্রার্থী হাবিবুর রহমান মোল্লার এজেন্ট ও স্বতন্ত্র প্রার্থী আম প্রতীকের এজেন্টরা এসেছেন।

৯০ নম্বর মাতুয়াইল আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল হান্নান জানান, তার কেন্দ্রে নৌকা ও লাঙ্গল প্রতীকের এজেন্ট থাকলেও ধানের শীষের এজেন্ট নেই।

ঢাকা-১৪ আসনে কামাল মজুমদার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাহেদুল কবির খান বলেন, কেন্দ্রের ভেতরে কোনো সমস্যা হয়নি, ভোট নির্বিঘ্নে চলছে। আওয়ামী লীগ ছাড়া অন্যদের এজেন্ট আসেনি, হাতপাখার একজন এজেন্ট এলেও কিছুক্ষণ পরে বের হয়ে যান।

এছাড়া ঢাকা-৮ আসনে শান্তিনগর এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও দেখা গেছে ব্যাপকভাবে। ১৪ জন প্রার্থীর এ আসনে নৌকা আর হাতপাখার এজেন্ট ছাড়া কোন এজেন্ট ছিল না।

ভোট কেন্দ্রগুলোতে বিএনপির এজেন্ট না থাকার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, তিনি যে কেন্দ্রে ভোট দিয়েছেন সেই কেন্দ্রে নৌকার এজেন্টের বাইরে কোনো প্রতীকের পোলিং এজেন্ট দেখেননি।

কেন্দ্রে এজেন্ট দেখা যাচ্ছে না কেন এমন প্রশ্নে তিনি বলেন, এটাতো এজেন্ট বলতে পারে। এজেন্টরা না আসলে এজেন্ট থাকবে না।

বিএনপি প্রার্থীদের এজেন্টদের আসতে বাধা দেওয়া হচ্ছে কি না- এমন প্রশ্নে সিইসি বলেন, সেটাতো আমি জানি না। কেউ বলেছে আসতে পারে নাই। এ রকম বলেছে, আমার কাছে বলেনি।

ভোট কেন্দ্রে এজেন্ট ও নেতাকর্মী না রেখে ঐক্যফ্রন্টের এসব কর্মকাণ্ড ও অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি-জামায়াত ও জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপকৌশল বেছে নিয়েছে। তিনি বলেন, ঐক্যফ্রন্ট সারাদেশে সহিংসতা করে ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। নির্বাচনের আগের রাতেই বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের হামলায় পাঁচজন আওয়ামী লীগ নেতাকর্মী নিহত হয়েছেন।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official

কাদেরের কললিস্টে নায়িকা-নেত্রীদের তালিকা ভাইরাল

banglarmukh official

স্ত্রী-কন্যাসহ খায়রুজ্জামান লিটনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

banglarmukh official

আনিসুল শাজাহানসহ নতুন মামলায় গ্রেফতার ৯

banglarmukh official