25 C
Dhaka
ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা প্রচ্ছদ বরিশাল

মাঝরাতে মেঘনায় ২ লঞ্চের সংঘর্ষ

তানজীল শুভ

মাঝরাতে মেঘনায় সুন্দরবন-১১ ও স্বর্ণদীপ-৮ নামের দু’টি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার (১১ ডিসম্বের) রাত পৌনে ১২টার দিকে চাঁদপুরের মোহনপুর সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। তবে এতো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বরিশালগামী সুন্দরবন-১১ লঞ্চের যাত্রী আমিনুল ইসলাম বাংলারমুখকে জানান, বৃহত্তর মেঘনার মাঝ নদীতে দুটো লঞ্চের মধ্যে প্রথমে মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি আরো জানান, ধাক্কার পর স্বর্ণদীপ লঞ্চটি ছোট হওয়ায় অনেকটা সেটার উপরে উঠে যায় সুন্দরবন-১১ লঞ্চটি। পরে সুন্দরবন-১১ নিজেই পেছন দিকে যায় এবং স্বর্ণদীপ লঞ্চটিকে অপর একটি লঞ্চের সহায়তায় পেছনে নেওয়া হয়। এর কিছুসময় পরে সবকিছু পরীক্ষা করে সুন্দরবন-১১বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দিলেও অপর লঞ্চটি ঘটনাস্থলে অপেক্ষমাণ ছিল। সুন্দরবন-১১ লঞ্চের সুপারভাইজার সিরাজ জানান, ঘন কুয়াশার কারণে বরিশালগামী লঞ্চগুলো একলাইনে চালানো হচ্ছিলো। তাদের লঞ্চের সামনে পারাবত কোম্পানির একটি লঞ্চ ছিল। হঠাৎ মোহনপুর সংলগ্ন মেঘনা নদীতে বিপরীতমুখী (চাঁদপুর থেকে ঢাকাগামী) স্বর্ণদীপ-৮ নামে ছোট একটি লঞ্চ তাদের লঞ্চটির বামপাশে ধাক্কা দেয়। যদিও এতে কোনো লঞ্চ ও যাত্রী সাধারণের তেমন কোনো ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, সুন্দরবন-১১ লঞ্চে থাকাবরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহসহ প্রায় ৫শ’র মতো যাত্রীর সবাই নিরাপদে রয়েছেন, যাদের নিয়ে বরিশালে উদ্দেশ্যে নির্ধারিত সময়েই পৌঁছাতে পারবেন।তবে স্বর্ণদীপ-৮ লঞ্চের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে পাশাপাশি দু লঞ্চের ধাক্কা লাগর এতে বড় ধরনের কোনো সমস্যা হয়নি বলে বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন

সম্পর্কিত পোস্ট

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official

সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

banglarmukh official

সারা দেশে ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের কর্মবিরতি

banglarmukh official

জাহাজে ডাকাতিতে বাধা দেওয়ায় হত্যা করা হয় ৭ জনকে

banglarmukh official

আগামীকাল শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ

banglarmukh official