ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের করা আপিলটি নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এদিকে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে নাজমুল হুদা একাদশ সংসদ নির্বাচনের প্রক্রিয়ায় করতে পারবেন।
শনিবার (০৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে শুনানি শেষে তাদের দু’জনকেই নির্বাচনে থাকার আদেশ দেয় নির্বাচন কমিশন।
এর মাধ্যমে নাজমুল হুদা ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র থেকে ও মির্জা আব্বাস ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী হলেন।