এপ্রিল ১৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন রাজশাহী

রাজশাহীতে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহীর বাগমারা উপজেলার একটি গাছ থেকে স্কুলশিক্ষক প্রশান্ত কুমার মণ্ডলের (৪২) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার মনে করছে, পারিবারিক অশান্তির জের ধরে তিনি আত্মহত্যা করেছেন।

আজ শুক্রবার দুপুরে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

প্রশান্ত কুমার মণ্ডল বাগমারা উপজেলার বেড়াবাড়ি গ্রামের পরিমল মণ্ডলের ছেলে। তিনি উপজেলার বড় বিহানালী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে প্রশান্ত কুমার বাড়ির বাইরে গিয়ে আর ফেরেননি। রাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। সকালে প্রতিবেশীরা বাড়ির অদূরে জঙ্গলে একটি গাছের সঙ্গে প্রশান্ত কুমারকে ঝুলতে দেখেন। পরে থানায় খবর দেওয়া হলে দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠায়।

বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) রাসেল কবির জানান, বনিবনা না হওয়ায় শিক্ষক প্রশান্ত কুমারের সঙ্গে তাঁর স্ত্রীর বিচ্ছেদ হয় কয়েক মাস আগে। স্ত্রী রাজশাহীর আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে তাঁর বিরুদ্ধে একটি মামলা করেছেন। মামলাটি বিচারাধীন। এ ছাড়া প্রশান্ত কুমার আর্থিক সংকটেও ভুগছিলেন।

সম্পর্কিত পোস্ট

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

স্ত্রী-কন্যাসহ খায়রুজ্জামান লিটনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

অন্তরঙ্গ অবস্থায় নারী কাউন্সিলরের সঙ্গে কৃষি কর্মকর্তা ধরা

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official

দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের যে বার্তা দিলেন সেনাপ্রধান

banglarmukh official