28 C
Dhaka
এপ্রিল ২১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ বরিশাল রাজণীতি

শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন বিএনপি মেনে নেবেনা-খন্দকার মোশারফ

তানজিল শুভ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশারফ হোসেন বলেছেন, দেশের জনগন ও প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ভুল বুঝিয়ে গায়ের জোড়ে ক্ষমতায় বসেছে হাসিনা সরকার। নিয়ম ও সংবিধান রক্ষা করার কথা বলে নির্বাচন করে কথা রাখেনি বর্তমান আওয়ামীলীগ সরকার। ক্ষমতা পেয়ে সরকার সবাইকে ধোকা দিচ্ছে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সংকট সৃষ্টি করছে। বুধবার দুপরে বরিশাল নগরের অশ্বিনী কুমার  হলে বরিশাল মহানগর বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড.খন্দকার মোশারফ হোসেন আরো বলেন, জিয়া অরাফানেজ ট্রাস্টি মামলা দিয়ে খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়। কিন্তু কেউ প্রমান করতে পারেনি যে ট্রাষ্টির মূল একাউন্ট থেকে কোন চেক বা টাকা সরেছে। এটা সরকারের পাতানো মিথ্যে মামলা। খালেদাকে জেলে রেখে এদেশে কোন নির্বাচন হবেনা। ওয়ান ইলেভেনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেমন মামলা হয়েছে তেমনি শেখ হাসিনার বিরুদ্ধেও মামলা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে নাইকো দূনীতিসহ মোট ১৫টি মামলা ছিল। যা পরবর্তীতে খারিজ নয়তো প্রত্যাহার বা উঠিয়ে নেয়া হয়েছে। একইভাবে আওয়ামীলীগের নেতা-কর্মীদের সাড়ে ৭ হাজার দূনীতি মামলা খারিজ ও প্রত্যাহার করে নিয়েছে।

খন্দকার মোশারফ বলেন, বিএনপির প্রত্যেক নেতাকর্মীরা বিরুদ্ধে মামলা রয়েছে। আওয়ামীলীগ মনে করছে বিএনপি নেতাকর্মীদের মামলা জেল ও গুম করলে বিএনপি’র অস্তিত্ব থাকবেনা। তাই তারা লক্ষ লক্ষ মামলা দিয়ে রাখছে, যা পরিকল্পিত ষড়যন্ত্র। কিন্তু এতে করে বিএনপির জনসমর্থন আরো বৃদ্ধি পেয়েছে। ২০১৪ আর ২০১৮ এক নয় জানিয়ে খন্দকার মোশারফ হোসেন বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনের ন্যায় ২০১৮ সালের নির্বাচন হবে না। সংসদ ভেঙ্গে দিয়ে অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন বিএনপি মেনে নেবেনা। নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনী মাঠে থাকারও দাবী করেন তিনি। একই সাথে বরিশাল জেলা ও মহানগর বিএনপি নেতা কর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে সামনের লড়াই সংগ্রামে প্রস্তুত থাকার আহবান জানান খন্দকার মোশারফ।

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথির বক্ত্যব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মহাবুবুল হক নান্নু জেলা দক্ষিণ বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন, উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবাউদ্দন ফরহাদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউদ্দিন সিকদারসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতারা। অপরদিকে বিকেলে একইস্থান বরিশাল দক্ষিন জেলা বিএনপি কর্মী সভার আয়োজন করে। সেখানও দক্ষিন জেলা বিএনপ’র সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official