33 C
Dhaka
এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা জাতীয়

সিরিজ–সেরায় সাকিব-কোহলি সমান-সমান

টেস্টের সিরিজ-সেরার ট্রফিটা কোলে নিয়ে চওড়া হাসি এঁকে দাঁড়িয়েছিলেন ক্যামেরার সামনে। কাল টি-টোয়েন্টির সিরিজ-সেরার ট্রফিটা নিয়ে সাকিব আল হাসান হনহন করে হাঁটা দিলেন ড্রেসিংরুমের দিকে। ক্লান্ত সাকিবকে দেখে মনে হচ্ছিল, ট্রফিটা বয়ে নিয়ে যেতে যেন কষ্ট হচ্ছে। দল হেরেছে, অথচ জিততে পারত সিরিজ। এমন সিরিজের ব্যক্তিগত ট্রফি দিয়ে আর কী হবে!

কালকের সিরিজ-সেরা অবশ্য সাকিবকে এক দিক নিয়ে অন্য রকম এক প্রাপ্তি এনে দিল। তিন ধরনের ক্রিকেট মিলিয়ে এ নিয়ে ১৩ বার সিরিজ-সেরা হলেন। সিরিজ সেরায় সর্বকালের সেরা তালিকার চারে উঠে এলেন সাকিব। ধরে ফেললেন বিরাট কোহলিকে।

একটাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন শচীন টেন্ডুলকার। তাতে ১০ রান করায় ম্যাচসেরা হওয়ার সুযোগ ছিল না। তবে তিন ধরনের ক্রিকেট মিলিয়ে সর্বোচ্চবার সিরিজ-সেরা হওয়ার কীর্তিটা তাঁর হতে তা কোনো বাদ সাধতে পারেনি। ১৯ বার সিরিজ-সেরা হয়েছিলেন টেন্ডুলকারই। তাঁর পরে আছেন জ্যাক ক্যালিস (১৪) ও সনাৎ জয়াসুরিয়া (১৩)। ৪ নম্বর জায়গাটি এখন ভাগাভাগি করছেন বিরাট কোহলি ও সাকিব আল হাসান। সাকিব অবশ্য কোহলির চেয়ে ২৪টি ম্যাচ কম খেলেছেন।

টেস্ট সিরিজেই সাকিব ধরে ফেলেছিলেন টেন্ডুলকারকে। এ নিয়ে টেস্টে পাঁচবার সিরিজ-সেরা হলেন সাকিব। ২০০ টেস্টের ক্যারিয়ারে টেন্ডুলকারও পাঁচবার সিরিজ-সেরা হয়েছেন। এই রেকর্ডে অবশ্য মুত্তিয়া মুরালিধরন প্রায় অমরত্ব পেয়ে গেছেন। তাঁর এই রেকর্ড কোনো দিন ভাঙবে কি না, কে জানে। সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারি যে টেস্টে ১১ বার ম্যাচসেরা হয়ে সবার ওপরে।

গ্লেন ম্যাকগ্রা, ওয়াকার ইউনিস, ডেল স্টেইন, রঙ্গনা হেরাথ, জেমস অ্যান্ডারসনের মতো বোলিং গ্রেটরাও সাকিবের মতো পাঁচবার টেস্ট সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন। ব্যাটসম্যানদের মধ্যে পাঁচবার করে ম্যাচসেরা হয়েছেন গ্রাহাম গুচ, মাইকেল ক্লার্ক, বীরেন্দর শেবাগ, অ্যান্ড্রু স্ট্রাউসরা। টেস্টেও যেমন আরেকবার সিরিজ-সেরা হতে পারলেই কার্টলি অ্যামব্রোস, ম্যালকম মার্শাল, স্টিভ ওয়াহ্‌র মতো আইসিসির তিন হল অব ফেমের কিংবদন্তির পাশে বসবেন।

ওয়ানডেতেও সাকিব ৫ বার সিরিজ-সেরা হয়েছেন। ১৪ বার সিরিজ-সেরা হয়ে এখানে রেকর্ডটা টেন্ডুলকারের দখলে। ধোনি-ক্যালিসরাও ওয়ানডেতে ৫ বার সিরিজ-সেরা হয়েছেন। টি-টোয়েন্টিতে সাকিব সিরিজ-সেরা হলেন এ নিয়ে ৩ বার। ৪ বার সিরিজ-সেরা হয়ে সবার ওপরে কোহলি।

খেলোয়াড় ম্যাচ ম্যাচ সেরা সিরিজ সেরা
শচীন টেন্ডুলকার ৬৬৪ ৭৬ ১৯
জ্যাক ক্যালিস ৫১৯ ৫৭ ১৪
সনাৎ জয়াসুরিয়া ৫৮৬ ৫৮ ১৩
বিরাট কোহলি ৩৫৬ ৪৮ ১৩
সাকিব আল হাসান ৩২২ ২৮ ১৩

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official