এপ্রিল ২৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

অ্যাবের সহসভাপতি হলেন সাকিব

সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ থেকেও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অ্যালামনাই অ‌্যাসোসিয়েশনের নতুন কমিটিতে সহ-সভাপতির পদ পেয়েছেন সাকিব আল হাসান। নিজের শিক্ষা প্রতিষ্ঠানের এই কমিটিতে সাকিব কাজ করবেন আগামী ১০ মাস।

এই কমিটির সভাপতি করা হয়েছে সাবেক হকি তারকা মামুন-উর রশিদকে। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক হকি খেলোয়াড় ও বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা টুটুল কুমার নাগ।

সাকিব ছাড়াও এই কমিটিতে সহ-সভাপতি পদে আছেন জাতীয় দলের সাবেক হকি খেলোয়াড় আলমগীর আলম, সাবেক ফুটবলার আবু রাফা মো: আরিফ, সাবেক ক্রিকেটার ও বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, সাবেক ফুটবলার এম এ তালেব হোসেন এবং সাবেক হকি খেলোয়াড় তারেক আদেল।

প্রতিষ্ঠানটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনে যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছে সাবেক ফুটবলার খাজা মহসিন ও জাতীয় দলের সাবেক ফুটবলার ফিরোজ মাহমুদ টিটু। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক হকি খেলোয়াড় আরিফুল হক প্রিন্স ও সাবেক বক্সার মেজর ইসরাফিল আলম। কোষাধ্যক্ষ হয়েছেন সাবেক অ্যাথলেট ইমরান টুটু।

দপ্তর সম্পাদকের পদ পেয়েছেন সাবেক ফুটবলার গাজী মামুন ও সাকের জাকের। এখানে উপ-কমিটিতে আছেন এ কে এম আহাদ, কিরন, ফয়জুল্লাহ, খন্দকার জাহিদুর রহমান।

প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক হকি তারকা ও বর্তমানে ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী এবং সাবেক হকি খেলোয়াড় রহুল কান্তি রায়। তাদের সঙ্গে আছেন সাবেক জাতীয় ফুটবলার ও ক্রীড়া সাংবাদিক রাশেদুল ইসলাম। এই বিষয়ক উপ-কমিটিতে আছেন কাজী শারমিন ইসলাম মেধা ও আবু জুবায়ের মোল্লা দিদার।

খেলাধুলা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে আছেন ফুটবলার মামুনুল ইসলাম ও ক্রিকেটার সাথিরা জাকির জেসি। এখানে উপ-কমিটিতে রাখা হয়েছে রমেশ কুমার ও আমির হোসেনকে। তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে কাজ করবেন সাবেক হকি খেলোয়াড় মাওদুদুর রহমান শুভ।

সম্পর্কিত পোস্ট

মিরপুরে তামিমরা দিলেন মুশফিককে সংবর্ধনা

banglarmukh official

এশিয়ান কাপ নিশ্চিতে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

banglarmukh official

আইরিশদের হোয়াইটওয়াশ করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

banglarmukh official

এবার ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না শান্তর

banglarmukh official

মিরপুরে শারমিনের ব্যাটে ভর করে বাংলাদেশের রেকর্ড পুঁজি

banglarmukh official

কথা শোনেননি তাসকিন, ছয় উইকেট পাওয়ার পর যা লিখলেন স্ত্রী

banglarmukh official