এপ্রিল ২৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ঢাকা নির্বাচন রাজণীতি

আমরা জয়ী হলে কোনো মানুষ দরিদ্র থাকবে না: শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে আওয়ামী লীগ। জনগণের ভাগ্য গড়াটাই আওয়ামী লীগের লক্ষ্য। আগামী নির্বাচনে আমরা জয়ী হলে কোনো মানুষ দরিদ্র থাকবে না।

সোমবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আমলে লোডশেডিংয়ে সারা দেশে অসহনীয় অবস্থা তৈরি হয়েছিল। বিএনপি-জামায়াতের এমপিরা জনগণের রোষের মুখে পড়েছিল। তাদের এক এমপির নামই হয়ে গেছিল দৌড় সালাহউদ্দিন। এলাকায় পানি না পেয়ে লোকজন তাকে তাড়া করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পানির সমস্যা নেই, বিদ্যুতের সমস্যা নেই। গ্রাম পর্যায়ে পর্যন্ত আমরা বিদ্যুৎ দিয়ে যাচ্ছি।

বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে তিনি বলেন, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত দিনে বিএনপি-জামায়াত জোট সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট ছাড়া জনগণকে আর কিছুই দিতে পারেনি। তারা শুধু নিতে পারে, মানুষকে কিছু দিতে পারে না। আর আওয়ামী লীগ শুধু দিতে জানে।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করেছে, আরও কিছু কাজ বাকি আছে। এগুলো সম্পন্ন করার জন্য আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।

এ সময় তিনি আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীদের নৌকা মার্কায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান। এছাড়া মহাজোটের যেসব প্রার্থী লাঙল মার্কায় নির্বাচন করছে তাদেরকে লাঙল মার্কায় ভোট দেওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official

কাদেরের কললিস্টে নায়িকা-নেত্রীদের তালিকা ভাইরাল

banglarmukh official

হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

banglarmukh official

স্ত্রী-কন্যাসহ খায়রুজ্জামান লিটনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

banglarmukh official