এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
নির্বাচন প্রচ্ছদ রাজণীতি

আমি প্রার্থী না, প্রার্থী শেখ হাসিনা: শাজাহান খান

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘নৌকা আমাদের প্রাণের প্রতীক, শেখ হাসিনার নৌকা, আওয়ামী লীগের নৌকা, বঙ্গবন্ধুর নৌকা। সুতরাং আমরা সবাই মিলে নৌকায় ভোট দিতে যাব। মনে রাখবেন, আমি কিন্তু প্রার্থী না, প্রার্থী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার দুপুরে মাদারীপুরের রাজৈরের কদমবাড়ি ইউনিয়নের পুকুরিয়া এলাকায় নির্বাচনী গণসংযোগকালে মন্ত্রী এসব কথা বলেন।

শাজাহান খান আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে সব উন্নয়ন বাতিল হয়ে যায়। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। এ জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে সবাই নৌকা মার্কায় ভোট দিন।’ তিনি বলেন, ‘নৌকা মার্কায় অধিক অসংখ্য ভোট দিয়ে সারা বিশ্বের কাছে প্রমাণ করতে হবে, শেখ হাসিনা বাংলাদেশের ৭০ থেকে ৮০ ভাগ মানুষের প্রতিনিধিত্ব করেন। এ জন্য ভোটের দিন আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে তাঁদের ভোটকেন্দ্রে নিয়ে আসতে সহযোগিতা করবেন।

শাজাহান খান বলেন, ‘মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সকলে একত্রে ঐক্যবদ্ধ হয়েছে। এ জন্য ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০ তম জন্মদিন, এর পরের বছর ২০২১ সাল স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হবে। এই দুটি সাল আওয়ামী লীগ উৎসাহ-উদ্দীপনায় পালন করবে। এ জন্য শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব মিয়া, উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, কদমবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বিধান বিশ্বাস, সরকারি নাজিমউদ্দিন কলেজের সাবেক ভিপি ইউসুফ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সাইফুর রহমান প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official