এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক জাতীয় নির্বাচন প্রচ্ছদ প্রশাসন রাজণীতি

ইসির ভূয়সী প্রশংসায় ভারতীয় নির্বাচন কমিশন

বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) ‘নিখুঁত পরিকল্পনা ও আয়োজনের’ ভূয়সী প্রশংসা করেছে ভারতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল।

রবিবার রাজধানীর একটি হোটেলে ভারতের পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী কর্মকর্তা আরিজ আফতাব সাংবাদিকের কাছে এ প্রশংসা করেন।

তিনি বলেন, ‘(নির্বাচনে) অনেক উৎসবভাব দৃশ্যমান ছিল। আমরা যতোটুকু অনুভব করেছি বাংলাদেশের নির্বাচন কমিশনের খুব নিখুঁত পরিকল্পনা ও আয়োজন ছিল।

আফতাব বলেন, ‘বাংলাদেশের নির্বাচন কমিশন এবং ভারতের নির্বাচন কমিশনের মধ্যে দীর্ঘস্থায়ী এবং আন্তরিক সম্পর্ক বিদ্যমান রয়েছে।’

তিনি জানান, বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল ভারতের নির্বাচনের সময় যেমন নিয়মিত সফর করেছে, তেমনি দীর্ঘস্থায়ী সম্পর্ক হিসেবে বাংলাদেশের সংসদীয় নির্বাচনের সাক্ষী হতে এখানে এসেছে।

তিনি আরও জানান, বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাক্ষী হতে ভারত তিন সদস্যের প্রতিনিধি দল পাঠিয়েছে। দিনের ভোট গ্রহণ চলাকালে ভারতীয় ইসির এই প্রতিনিধি বলেন,আমাদের কাছে নিশ্চিতভাবেই মনে হয়েছে যে বাংলাদেশের নির্বাচন কমিশনের নিখুঁত (নির্বাচন অনুষ্ঠানে) পরিকল্পনা ছিল।

আশা করি এই সফর ভারতীয় নির্বাচন কমিশন এবং বাংলাদেশের নির্বাচন কমিশনের বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করবে,যোগ করেন তিনি।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official