বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সোমবার সকাল থেকে রাত পর্যন্ত ভোলার ভেদুরিয়া, ভেলুমিয়া, কাচিয়া ও শিবপুর ইউনিয়নে গণসংযোগ করেন। এ সময় ভোটারদের উদ্দেশে জানতে চান, তারা কেমন আছেন?
গত ১০ বছর কেমন ছিলেন। জানতে চান, বিএনপির আমলের হত্যা, জ্বালাও-পোড়াও দেখতে চান কী না? এ সময় উপস্থিত স্থানীয় নারী-পুরুষরা সমস্বরে জানান, তারা উন্নয়ন চান, চান শান্তিপূর্ণ পরিবেশ। জ্বালাও-পোড়াও চান না। এ সময় ভোলা-১ আসনের প্রার্থী তোফায়েল আহমেদ বলেন, উন্নয়ন ও শান্তি ধরে রাখতে নৌকায় ভোট দেবে মানুষ।
তিনি বলেন, সব আদর্শহীন, নীতিহীনরা এখন ঐক্যফ্রন্ট করেছে। ওদের মানুষ বিশ্বাস করে না। ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমেই মানুষ এদের জবাব দেবে। তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহর করার কথা বলেছেন। এ কাজ শুরু হয়েছে। গ্রামের ঘরে ঘরে শহরের মতো বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। রাস্তা পাকা করা হয়েছে। রাস্তা যদি পাকা থাকে, ঘরে যদি বিদ্যুৎ থাকে, চা খেতে খেতে মানুষ যদি টিভি দেখে, তবে গ্রামতো শহর হয়ে ওঠবে। আওয়ামী লীগের উন্নয়ন এখন দৃশ্যমান। আওয়ামী লীগ ক্ষমতায় এলে, ফের শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। বিএনপি প্রার্থীদের গ্রামে না আসারও সমালোচনা করেন বাণিজ্যমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সম্পাদক আবদুল মমিন টুলু, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন, সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, ভেদুরিয়া আওয়ামী লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান তাজল ইসলাম মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক আবদুল হাই, ভেলুমিয়া আওয়ামী লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান আবদুস সালাম মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক লিটন মাল প্রমুখ।