এপ্রিল ১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

এবার ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না শান্তর

সবশেষ আফগানিস্তান সিরিজে চোট পেয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যে কারণে শেষ ম্যাচে নেতৃত্ব দিতে হয়েছে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। ধারণা করা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে দিয়ে ফিরবেন শান্ত। এবার হচ্ছে না সেটিও।

চোট পুরোপুরি সেরে না উঠায় চ্যাম্পিয়নস ট্রফির আগে তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না বিসিবি। যে কারণে টেস্টের পর এবার ওয়ানডে স্কোয়াড থেকেও ছিটকে যেতে হয়েছে শান্তকে। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শর্ট কাভারে ফিল্ডিং করতে গিয়ে কুচকিতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। সেই চোট এখনও ভোগাচ্ছে শান্তকে।

এদিকে দলে চোট সমস্যা আছে আরও। উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম আঙুলে চোট পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তারও না থাকার সম্ভাবনা রয়েছে। শঙ্কা আছে তাওহিদ হৃদয় ও মাহমুদউল্লাহকে নিয়েও। আফগানিস্তান সিরিজে চোট পেয়েছেন তারাও। তবে তাদের চোট সেই অর্থে ততোটা গুরুতর নয়।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ এখন চলমান। এই সিরিজ শেষে ওয়ানডে মুখোমুখি হবে দু’দল। ম্যাচ তিনটি হবে আগামী ৮, ১০ ও ১২ ডিসেম্বর।

সম্পর্কিত পোস্ট

মিরপুরে তামিমরা দিলেন মুশফিককে সংবর্ধনা

banglarmukh official

এশিয়ান কাপ নিশ্চিতে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

banglarmukh official

আইরিশদের হোয়াইটওয়াশ করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

banglarmukh official

মিরপুরে শারমিনের ব্যাটে ভর করে বাংলাদেশের রেকর্ড পুঁজি

banglarmukh official

কথা শোনেননি তাসকিন, ছয় উইকেট পাওয়ার পর যা লিখলেন স্ত্রী

banglarmukh official

উইন্ডিজ টেস্ট সিরিজে শান্তর বদলির নাম ঘোষণা

banglarmukh official