এপ্রিল ২০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বিনোদন লেখার কিছু

কবি ও কথা সাহিত্যিক শফিক আমিন এর ধারাবাহিক উপন্যাস

“ভাঙ্গন” (পর্ব – ৩):

ধলপারের সুম বিষ্টি থাইমা গেছে । তহনও মেগনার ত্যাজ কমে নাই, অজাগরের নাহান ফোস ফোস কইরা গর্জাইতে আছিল । হেইসুমকা আমার গেদাডা সাতমাসের । সব কিছু খুয়াইয়া আমরা গিয়া উঠছিলাম সুখলাল বাড়ৈর বাড়িত । হের পাকের ঘরের চুলা-চাটকি মাইনষের পায়ের পারায় সমান অইয় গেছে । ঘরের খাডালোত চিল্লা-পাল্লা কইরা বেডার কড়ুই কাডের চকি খানাও গুড়া কইরা হালাইছে । কেউরে এক মগ পানি খাওয়াইবো তো দূরে নিজেরা যে খাইবো হেই অবস্থাও নাই । আন্দাইরা ম্যাগ কাইটা রোইদ উডছে । হেই রোইদের আলোয় সব দিক ফকফইক্কা অইছে কিন্তু আমি দেহি চাইরো দিগে খালি আন্দার ! নাড়া চালির কিনারে খাড়ানো বলদ দুইডা আহনও খাড়াইয়া রইছে । হেইয়াগো পাশে খাড়াইয়া সুখলালের গরুতে খেড় চিবাইতে ছিল । গরুতে দেহাদেহি কইরা ঘাস খায়, খড় খায় কিন্তু আমাগো বলদ দুইডা কিচ্ছুই মুহে দেয় না । এর মইধ্যে ঘর ছাইরা সবাই বাইরে নামছে । শ’য়ে শ’য়ে মানুষ খালি কিলবিল কিলবিল করতে আছে। দ্যাকলে মোনে অইবো মৌচাকের নাহান । কে কোন হানে যাইবো হেইয়া যানি ঠাওর করতে পারছিল না । যেইসব মানুষ কোনও দিন পুরুষ মাইনষের মুখও দেহে নাই আইজগা দেহি হেরাও ভিন পুরুষগো মইদ্দে খাড়াইয়া রইছে । সূর্য অনেক উপরে উটছে । বেইনবেলা পাড়াই পাড়াই করতে আছিল । আস্তে আস্তে মানুষের কান্দন কইমা আইছে । মানুষ কিছুডা পাতলাও অইছে । পূব পাড়ার মজিদ মিয়া কোন দিক দিয়া জানি আমারে দেইখা আমার কিনারে আইয়া খাড়াইছে । গেছে বছর হের পোয়াতি বৌডা মইরা গেছে । বাচ্চা-গাচ্ছা অইছিল না । ম্যালা বছর চেষ্টা-তদবির কইরা বৌডা মা অইতে চাইছিল । আল্লায় না দিলে মাইনষে দিতে পারে ? পারে নাই, হেই দিন আমি আছিলাম । পোলা ধরণী ময়মুনা খালাও আছিল । ময়মুনা খালারে তিন-চারদিন আগে থেইক্কাই ঘরে আইনা রাকছে মজিদ মিয়া । কোনসুম বৌয়ের সন্তান জন্মের বেদোনা উডবো হেইয়া তো কওন যায় না, নিজে থাহে জিড়াইতের খ্যাতে । বিয়াল বেলা ক্যাল ব্যতা উট্টা আবার থাইমা যায় । বাচ্চার মাতা একটু বাইড়ায় আবার মইদ্দে হাইন্দা যায় । খালায় আমারে কইল – বৌ, তুমি দেহ তো ওরে বইমি করাইতে পারো কি না । বইমি অওনের চাপ আইলে বাচ্চা বাইর অইয়া আইবো । আমি তো নতুন, এই সব বুজুম কেইমনে ? আগে তো কোনও দিন গুড়াগাড়া অইতে দেহি নাই । তহন খালায় হিকাইয়া দিল – ওর মাতার চুল তোমার আঙ্গুলে প্যাচাইয়া মোহের মইদ্দে হানদাইয়া দেও, দেকপা অক অক করবো আর তহনই বাচ্চা বাইর অইবো। (চলবে…)

সম্পর্কিত পোস্ট

জয়া যেন উঠতি বয়সি তরুণী, ভাইরাল ভিডিও

banglarmukh official

বিয়ের পর ফের সুখবর পেলেন মেহজাবীন

banglarmukh official

আত্মহত্যা করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী পামেলা

banglarmukh official

বোরকা নিয়ে সানা-সম্ভাবনার বিতণ্ডা

banglarmukh official

শাহিদের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানালেন কারিনা

banglarmukh official

মিমির অত্যাচারে অতিষ্ঠ হয়ে সামাজিক মাধ্যমের যা বললেন অভিনেতা

banglarmukh official