খালেদা জিয়া আদালত থেকে হাজিরা দিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে আটক করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সুপ্রিমকোর্ট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সচিবালয় ও বঙ্গবাজার এলাকায় মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের আরও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে তারা শাহবাগ থানায় অবস্থান করছেন।
আমিনুল হকের আটকের বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।