জাপানের ওসাকা শহরের একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগে অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিবিসি জানায়, ৮ তলা ভবনটির চতুর্থ তলায় আগুন লাগার কারণ অনুসন্ধান করছে পুলিশ। শহরের দমকল বিভাগের একজন কর্মকর্তা জানান, এই অগ্নিকাণ্ডে কার্ডিওপালমোনারি অ্যারেস্টে আক্রান্ত ২৭ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের ভিডিওতে ভবনটির চতুর্থ তলার জানালা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে, যেখানে একটি সাইকিয়াট্রি ক্লিনিক রয়েছে।
সকাল ১০টার দিকে ক্লিনিকটি খোলার পরপরই আগুন লাগে এবং এর ৩০ মিনিট পরই দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এর আগে, ২০১৯ সালে কিয়োটো শহরের একটি অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিকাণ্ডে ৩০ জনের বেশি নিহত এবং কয়েক ডজন লোক আহত হয়েছিলেন।