আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে পারে এমন প্রার্থীদেরকেই আমরা মনোনয়ন দিয়েছি।
শুক্রবার মহাজোটের শরীক দলগুলোর মধ্যে আসন বণ্টন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের বলেন, আমরা মনোনয়ন দেওয়া সমাপ্ত করেছি, যারা পেয়েছে তাদেরকে চিঠি দেয়া হয়েছে। ১৭টি আসনে ডাবল প্রার্থী ছিল, আমরা সিঙ্গেল করে নিয়ে এসেছি।
তিনি বলেন, বেশিরভাগ একক প্রার্থীকেই চিঠি দিয়ে দেয়া হয়েছে। যারা এখনও বাকি আছেন, তারা জাহাঙ্গীর কবির নানক সাহেবের কাছে থেকে চিঠি নিয়ে যাবেন।
মন্ত্রী বলেন, বিকল্পধারাকে ৩টি আসন দেওয়া হয়েছে। শরিকদের যদি কেউ আরও আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, তারা নিজেদের প্রতীকে করতে পারবেন। আমরা শুধু নৌকা প্রতীকের কয়েকটা আসন দিলাম।
সবারই আকাঙ্ক্ষা বেশি পেতে চায়, তবে আমরা এর বেশি দিতে পারছি না। আশা করি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে, যোগ করেন ওবায়দুল কাদের।
পূর্ণাঙ্গ তালিকা নির্বাচন কমিশনে আগামীকাল পাঠিয়ে দেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি আরও বলেন, নৌকা দিয়েছি ওয়ার্কার্স পার্টিকে ৫টি, জাসদ ৩টি, তরিকত ফেডারেশন ২টি, জাসদ (আম্বিয়া) ১টি, বিকল্পধারা ৩টি এবং জেপি মঞ্জু ২টি। সব মিলিয়ে শরিকদের ৫৫-৬০টি আসন দিয়েছি। জাতীয় পার্টি ৪০-৪২টি আসন পাবে। তারা যেকোন প্রতীক নিয়েই নির্বাচন করতে পারে। ২৪০ জন মোটামুটি আওয়ামী লীগের চূাড়ান্ত প্রার্থী, দুই একজন এদিক ওদিক হতে পারে। জয়ী হতে পারে এমন প্রার্থীকেই আমরা মনোনয়ন দিয়েছি।
আওয়ামীলীগ কার্যালয়ে থেকে বেরিয়ে জাসদ সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেন, আমরা নৌকা মার্কায় তিনজন প্রতিদ্বন্দ্বিতা করবো। এছাড়া আমাদের জাসদের দলীয় প্রতীকে ৩৯ জন প্রার্থী দেওয়া হয়েছে।
তবে বিকল্পধারা মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান কার্যালয় থেকে বেরিয়ে কোনও কথা বলেননি।