এপ্রিল ২৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অন্যান্য অপরাধ ঢাকা প্রশাসন

টঙ্গীতে বন্য প্রাণী জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরের টঙ্গীতে বন্যপ্রাণী অবৈধ কেনাবেচা ও পাচারের দায়ে এক দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বেশকিছু বন্য প্রাণী জব্দ করা হয়। আজ মঙ্গলবার সকালে টঙ্গী বাজারে র‍্যাব ও বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের যৌথ অভিযানে বন্য প্রাণী জব্দ করা হয়।

বন্য প্রাণী পরিদর্শক অসীম মল্লিক বলেন, টঙ্গী বাজারে আল হাদী নামে এক ব্যক্তির দোকান থেকে এসব প্রাণী জব্দ করা হয়। অবৈধ কেনাবেচা ও পাচারের দায়ে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

অসীম মল্লিক জানান, জব্দ হওয়া এসব প্রাণীর মধ্যে রয়েছে, একটি বানর, ১৯টি বালিহাঁস, পাঁচটি প্যাঁচা, ১৫টি শালিক, পাঁচটি ঘুঘু, একটি কালিম, দুটি কাঠবিড়ালি ও সাতটি টিয়া। তিনি জানান, জব্দ হওয়া এসব প্রাণীর বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

অসীম মল্লিক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাদী জানিয়েছেন, পাখিগুলো শেরপুরের হাওরাঞ্চল থেকে আর বানর-কাঠবিড়ালি গাজীপুরের বন থেকে ধরা হয়। পরে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মিহির কুমার দের নেতৃত্বে এসব প্রাণী গাজীপুর ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।

সম্পর্কিত পোস্ট

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

banglarmukh official

সাংবাদিকরা ভুয়া নিউজ করে আমাদের ১২টা বাজিয়ে দিচ্ছে

banglarmukh official

তদন্তে প্রমাণিত অভিযুক্ত শিক্ষকের পৃষ্ঠপোষকতায় জাপান সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ঢাকার প্রাণ বুড়িগঙ্গা এখন এক নর্দমা

banglarmukh official