বরিশালের শের ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এর জরুরী বিভাগ এ রোগীদের হট্টগোল।
বেলা ১২থেকে দুপুর পর্যন্ত ইমার্জেন্সিতে মেডিকেল অফিসার (EMO)ডাঃরনবির দাস কর্মক্ষেত্রে অনুপস্থিত।তার জায়গায় প্রক্সি দিচ্ছেন ব্রাদার ওয়ালিদ হোসেন।
দুর্ঘটনায় আহত রোগীর আর্তচিৎকার এ মেডিকেল এর অন্যান্য রোগীরা আতংকিত হয়ে পড়ে।খোজ নিয়ে জানা যায়, প্রায়ই এই ধরনের ঘটনা ইমার্জেন্সি তে ঘটে থাকে।সদ্য যোগদানকৃত মেডিকেল ডাইরেক্টর ডাঃ মোস্তাফিজুর রহমান এর মুঠো ফোনে যোগাযোগ করলে, মুঠোফোন বন্ধ পাওয়া যায়। রোগীদের অভিযোগ, প্রতিদিন েএই ঘটনা ঘটছে।