এবার ডিবি পুলিশের পরিচয়ে নগর জুড়ে কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন মোল্লার ত্রাস। গতকাল সোমবার বেলা ১২ টায় নগরীর জেল খানার মোড় থেকে সি এনজি এলপি গ্যাস চালিত শ্রমিক ইউনিয়নের সদস্য খোরশেদ (৩৬) ও মোরসালিন (২৪) নামে দুই যুবককে চেয়ারম্যান লিটন মোল্লার সন্ত্রাসী বাহিনী ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদেরকে তুলে নিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা রক্তাত অবস্থায় খোরশেদ ও মোরসালিনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা খোরশেদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার জন্য পরার্মশ দেন।
আহত মোরসালিন জানায়, সি এনজি এলপি গ্যাস চালিত শ্রমিক ইউনিয়নের শ্রমিক কল্যান ফান্ডের ২০ টাকা করে চাঁদা র্দীঘ ২১ মাস ধরে অবৈধ ভাবে নগরজুড়ে বরিশাল মাহেন্দ্রা আটো ও টেম্পু (৫১৭) শ্রমিক ইউনিয়নের সভাপতি ও কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন মোল্লা তার সন্ত্রাসী বাহিনী দিয়ে চাঁদা উত্তলন করে আসছে। অবৈধ ভাবে সি এনজি এলপি গ্যাস চালিত শ্রমিক ইউনিয়নের টাকা উত্তলন নিয়ে কিছু দিন আগে দুই গ্রুপের মধ্যে ব্যাপক ঝামেলা সৃষ্টি হয়েছিল। পরে লিটন মোল্লা তার সন্ত্রাসী বাহিনী দিয়ে সি এনজি এলপি গ্যাস চালিত শ্রমিক ইউনিয়নের সদস্যদের বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে তাদের মারধর করে আসছে তার সন্ত্রারাসী বাহিনী।
তার ধারাবাহিকতায় গতকাল বেলা ১২ টায় সি এনজি এলপি গ্যাস চালিত শ্রমিক ইউনিয়নের সদস্য খোরশেদ ও মোরসালিন শ্রমিকদের কল্যান ফান্ডের মাসিক চাঁদা উত্তলন করার সময় চেয়াম্যান লিটন মোল্লার নেতৃত্বে আটো ও টেম্পু (৫১৭) শ্রমিক ইউনিয়নের যুগ্ন সম্পাদক খলিল ও মেম্বার সামিমসহ আরো ৪ জন সন্ত্রাসী ডিবি পুলিশ পরিচয় দিয়ে খোরশেদ ও মোরসালিনকে নতুন বাজার মাহেন্দ্রা আটো ও টেম্পু (৫১৭) শ্রমিক ইউনিয়নের কার্যলয় তুলে নিয়ে গিয়ে খোরশেদের হাত পা ভেঙ্গে দেয় এবং ডান পাশ্বের কান কেটে ফেলে দেন। এসময় মোরসালিন বাধা দিলে তাকেও মারধর করে। এব্যাপারে সি এনজি এলপি গ্যাস চালিত আটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি হুমায়ন কবির মোতালেব বলেন, র্দীঘ দিন ধরেই চেয়ারম্যান লিটন মোল্লা তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের সংগঠনের শ্রমিক কল্যান সমিতির টাকা উত্তলন করে আসছে। এবং আমরা তাদের বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগও দিয়েছি। তারই ধারাবাহিকতায় গতকাল আমার সংগঠনের দুই সদস্যকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে কুপিয়ে জখম করে রাস্তা ফেলে যায় ঐ সন্ত্রাসী বাহিনীরা। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।