রাকিব শিকদার
বরিশালে যাত্রীবাহী বাস ও মাহিন্দা’র (থ্রি-হুইলার) মধ্যকার মুখোমুখি সংঘর্ষে সুশীল মন্ডল (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ সাতমাইল নামক স্থানে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।
এসময় আরও এক যাত্রী আহত হয়েছেন। নিহত মাহিন্দ্রার যাত্রী সুশীল মন্ডল বাবুগঞ্জ উপজেলার ঘোষকাঠী নামক এলাকার সুরেন্দ্র মন্ডলের ছেলে। বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এ আর মুকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, বরিশালের নতুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও রহতমতপুর থেকে ছেড়ে আসা মাহিন্দ্রা সাতমাইল এলাকার পল্লি বিদ্যুৎ অফিসের সামনে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সুশীল মন্ডলকে মৃত ঘোষণা করেন