নুরই মাহাবুব
তেল,গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের বৃদ্বির প্রতিবাদে বরিশাল দক্ষিন ও উত্তর জেলা বিএনপি সহ মহানগর বিএনপি পৃথক ভাবে বিক্ষোভ প্রতিবাদ সভা করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বুধবার সকাল ১০টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশাল জেলা দক্ষিন ও উত্তর জেলা বিএনপি যৌথ ভাবে প্রতিবাদ সভা করেছে। দক্ষিন জেলা বিএনপি’র সভাপতি আলহাজ এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য উত্তর জেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড.আবুল কালাম শাহিন, উত্তর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আঃ ছত্তার খান, সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু,কোতয়ালী বিএনপি সভাপতি এ্যাড.এনায়েত হোসেন বাচ্চু, কোতয়ালী সহ-সভাপতি আনোয়ার হোসেন লাবু,এ্যাড.নাজিম উদ্দিন আহমেদ পান্না, মুলাদী উপজেলা বিএনপি যুগ্ন সম্পাদক, এ্যাড. তরিকুল ইসলাম দিপু, বাখেরগঞ্জ উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মোঃ নাসির হাওলাদার,কোতয়ালী সাংগঠনিক সম্পাদক আলহাজ মন্টু খান, আলহাজ নুরুল আমিন,জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ন আহবায়ক মাহাবুবুর রহমান পিন্টু ও আমিনুল ইসলাম লিপন।
অপরদিকে জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে একই কর্মসূচি পালন উপলক্ষে বিক্ষোভ সমাবেশ করে মহানগর বিএনপি। মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদার, কেন্দ্রীয় শ্রমীকদল নেতা জি এম ফারুক, সহ-সভাপতি রফিকুল ইসলাম রুনু সরদার, এ্যাড আলি হায়দার বাবুল, সম্পাদক আনায়ারুল হক তারিন, মহানগর বিএনপি উপদেষ্ঠা বীর মুক্তিযুদ্বা নুরুল আলম ফরিদ, যুবদল নেতা কামরুল হাসান রতন, সাজ্জাদ হোসেন,মহানগর মহিলাদল নেত্রী শামিমা আকবর,কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিন।