বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সুমন কির্তনীয়ার (২৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমন উপজেলার উত্তর বারপাইকা (হাওলা) গ্রামের সুধাংশু কির্তনীয়ার ছেলে এবং বেসরকারি ইনফ্রা পলিটেকনিকের মেকানিক্যাল বিভাগের শেষ বর্ষের ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি জনিত সমস্যা ভুগছিলেন সুমন। পরিবারের পক্ষে তার চিকিৎসা ব্যয় চালানো অসম্ভব ছিল। এ হতাশার কারণেই রোববার (২৪ ডিসেম্বর) দিনগত রাতে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান জানান, সুমনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।