16 C
Dhaka
ফেব্রুয়ারি ৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অন্যান্য প্রচ্ছদ বরিশাল

পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে সংস্কার হচ্ছে না মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত টর্চার সেল, বাংকার ও ব্রীজ।

নুর-ই-মাহাবুব :

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বরিশালের ওয়াপদা কলোনিতে পাকিস্তানি হানাদার বাহিনী ক্যান্টনমেন্ট স্থাপন করেছিল । এখানে বসে তারা মানুষ ধরে এনে টর্চার করতো। নির্বিচারে গুলি করে মারতো। নারীদের ধর্ষন করতো।

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত বরিশালের ওয়াপদা কলোনিতে ঘটতো এসব নৃশংস ঘটনা। এস্থানটি সংস্কার করার জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে সাড়ে ৩ কোটি টাকার বাজেট দেয়া হয়। বাজেট দেয়ার পর বরিশাল সিটি কর্পোরেশন টেন্ডার আহ্বান করে এরপর ঠিকাদারকে কর্যাদেশ প্রদান করে সিটি করর্পোরেশন।

ঠিকাদার যখন পানি উন্নয়ন বোর্ডের ভিতরে অবস্থিত টর্চার সেচ,বাংকার, ব্রীজ এসব সংস্কার করার জন্য কাজ শুরু করে তখন ওয়াপদা কতৃপক্ষ ঠিকাদারকে বাধা প্রদান করে। তারা বিভিন্ন অজুহাত দেখায় এবং এখানে কি ধরনের কাজ হবে তা সিটি করর্পোরেশনের নিকট জানতে চায়।

সিটি কর্পোরেশন থেকে কাজের বিবরনী সহ প্রেরন করা হয়। এবং ওয়াপদা কলোনিতে যাতে সিটি কর্পোরেশন কাজ করতে পারে এ জন্য একটি সমঝোতা স্মারক করা হয়। এরপর ও পাউবো মহান মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষনে কাজ করতে দিচ্ছে না। বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগর কমান্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদের জেলা সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন চৌধুরী আরো বক্তব্য রাখেন শেখ কুতুব উদ্দিন আহম্মেদ জেলা কমান্ডার,বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে কাজ শুরু করার আহ্বান জানান। যদি ১৬ ই ডিসেম্বরেরর মধ্যে কাজ শুরু করা না হয় এরপর তারা কঠোর আন্দোলন কর্মসূচীর ডাক দিবেন বলে তাদের বক্তৃতায় বলেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official

সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

banglarmukh official

সারা দেশে ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের কর্মবিরতি

banglarmukh official

জাহাজে ডাকাতিতে বাধা দেওয়ায় হত্যা করা হয় ৭ জনকে

banglarmukh official

আগামীকাল শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ

banglarmukh official