19 C
Dhaka
ফেব্রুয়ারি ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা নারী ও শিশু প্রশাসন

পিকআপের ধাক্কায় প্রাণ গেল নানি-নাতির

সাতক্ষীরায় পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে নানি ও নাতির। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে বালিগাদা এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের চালক নানা গুরুতর আহত হয়েছেন।

নিহত দুজন হলেন ফরিদা বেগম (৫০) ও তাঁর নাতি সাদ (১৪)। যশোর কেশবপুর উপজেলার ভবতীপুর গ্রামের সামাদ মোড়লের স্ত্রী ফরিদা বেগম ও তৈলকুপি গ্রামের আবদুল আলিমের ছেলে সাদ। দুর্ঘটনায় আহত নানা সামাদ মোড়লকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কেশবপুর থেকে সামাদ মোড়ল নাতি ও স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মেয়েজামাই বাড়ি তৈলকুপি যাচ্ছিলেন। বালিগাদা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে তাঁরা সামনে পড়েন যান। এ সময় পিকআপের চাপায় ঘটনাস্থলে নানি ফরিদা বেগম ও নাতি সাদ মারা যায়। আহত সামাদ মোড়লকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।

সামাদ মোড়লের অবস্থা আশঙ্কাজনক বলে জানান সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান।

সন্ধ্যায় তালা উপজেলার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, নানি ও নাতির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সম্পর্কিত পোস্ট

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই: আইজিপি

banglarmukh official

১২ পুলিশ সুপারকে বদলি

banglarmukh official

মামলা বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে এসআই প্রত্যাহার

banglarmukh official

পুলিশ ক্লিয়ারেন্সে অসন্তুষ্ট ৪৪.৯ শতাংশ মানুষ

banglarmukh official

ফের ৩ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন

banglarmukh official

রাতে দেশের প্রধান দুই শহরে অগ্নিকাণ্ড

banglarmukh official