বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকাল ৩টায় নগরীর সদর রোডের সিটি কলেজের পাশে নামফলক উন্মোচন ও দোয়া মোনাজাত করে নিজস্ব কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, বরিশাল চেম্বার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ অন্যান্যরা। এতদিন জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যক্রম চলতো সিটি করপোরেশনের ভাড়া ভবনে।