স্টাফ রিপোর্টার/শামীম ইসলাম:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক দুইদিন আগে বরিশাল সদর (৫) আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক প্রার্থী,বরিশাল মহানগর জাতীয় পার্টির সভাপতি এ্যাড.এ.কে. এম. মুরতজা আবেদীন, আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ আওয়ামীলীগ সহ মহাজোটের নৌকা প্রতীকের মনোনিত প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীমকে তার দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে সমর্থন জানিয়ে,তার এক হয়ে নৌকা প্রতীকের বিজয়ের জন্য কাজ করার আশাবাদ ব্যাক্ত করেন।
আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় নগরীর কালী বাড়ি সড়কের বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্’র বাসভবনে,নৌকা প্রতীকের নির্বাচনী কার্যলয়ে এসে হাতে হাত উঠিয়ে এ সমর্থন জানান।
এসময় তিনি বলেন,৩০ই ডিসেম্বর বরিশাল সিটি মেয়র ও সংসদ সদস্য কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম,এক হয়ে কাজ করলে বরিশাল নগরী হবে একটি উন্নয়নের রোল মডেল শহর।
তাই তিনি আগামী ৩০ই ডিসেম্বর জাতীয় নির্বাচনের দিন জাতীয় পার্টির সকল নেতা-কর্মীদের এক হয়ে নৌকা বিজয়ীর জন্য সকল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহবান জানান।
পরে কয়েকশত মটর সাইকেলের বহর নিয়ে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ ও নৌকা প্রতীকের মহাজোট প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এক নির্বাচনী শেষ প্রচারনা মিছিল বেড় করেন সরকারী বরিশাল কলেজ প্রাঙ্গন থেকে,নির্বাচনী মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় কালীবাড়ি রোডের নির্বাচনী প্রধান কার্যলয়ের সামনে এসে শেষ করেন।