স্টাফ রিপোর্টার/শামীম ইসলাম:
বরিশাল এয়ারপোর্টে বরিশাল-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় সহ-সভাপতি জয়নুল আবেদীনকে ফুল দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটানায় প্রায় ১০ জন বিএনপির কর্মী আহত হওয়ার খবর পাওয়া যায়।
জানা যায়, সোমবার (১০ ডিসেম্বর) ঢাকা থেকে নভো-এয়ার ফ্লাইটে ৩টার সময় বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন বিমানবন্দরে আসার খবর শুনে বাবুগঞ্জ-মুলাদীর বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি সেলিমা রহমান ও জয়নুল আবেদীনের সমর্থকরা জড়ো হয়।
জয়নুল আবেদীন বিমান থেকে নামার পরে দুই গ্রুপের সমার্থকরা তাকে ফুল দেওয়াকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় দুই গ্রুপের সংঘর্ষে আনুমানিক ১০ জন আহত হয়।
আহতদের নাম জানা যায়নি। তবে এয়ারপোর্ট থানার ওসি আব্দুর রহমান মুকুল সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশের হস্তক্ষেপে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।