বরিশাল নগরীর ৩ নং ওয়ার্ডের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ভোট কেন্দ্রে বিএনপি প্রার্থীর কর্মীদের হামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৩০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।এই হামলায় আহতরা হলেন- যুবলীগ কর্মী সোহেল আহম্মেদ (৩০), নোমান (৩২), সোহান (২২) এবং জাকারিয়া (২৯)। বাকি একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।