বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ড.খন্দকার মোসারেফ হোসেনের বরিশাল দলীয় সাংগঠনিক সফর উপলক্ষে এক প্রস্তুতি সভা করেছে বরিশাল মহানগর বিএনপি।
সোমবার সকাল ১১টায় বরিশাল বিএনপি দলীয় কার্যলয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি যুগ্ন মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, ফিরোজ আহমেদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, কেন্দ্রীয় শ্রমিক দল নেতা জি এম ফারুকসহ নগরের ৩০টি ওয়ার্ডের নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন। আগামী ২৭ই ডিসেম্বর অশ্বিনী কুমার টাউন হলে প্রতিনিধি সমাবেশে ড. খন্দকার মোসারেফ হোসেন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন।