হুজাইফা রহমান: ১ ডিসেম্বর বরিশালে শিল্প সাহিত্য সংস্কৃতির মাসিক পত্রিকা সন্ধ্যা’র লেখক, পাঠক ও শুভানুধ্যায়ী সম্মিলন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বরিশালের জীবনানন্দ দাশ রোড ( বগুড়া রোডস্থ) কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে বিকাল চারটায় শুরু হয়। প্রথমেই সন্ধ্যা পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক কবি কিং সউদ’র সম্পাদকীয় বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় পত্রিকার নির্বাহী সম্পাদক শাহানা সিরাজী অসুস্থতা জনিত কারণে উপস্থিত হতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেন ।
এরপর বক্তব্য রাখেন প্রখ্যাত ছড়াকার কবি তপংকর চক্রবর্তী, কবি হুমায়ুন কবীর (অর্ণব আশিক), কবি মুস্তফা হাবীব, কবি সব্যসাচী সেনগুপ্ত, কবি পার্থ সারথি ও প্রবাসী কল্যান ব্যাংক’র ব্যবস্থাপক সৈয়দ মেহেদী হাসান।
এরপর জীবনানন্দ দাশ রচিত কবিতা “বনলতা সেন” আবৃত্তি করেন হুজাইফা রহমান। বিশেষ করে এখানে বরিশালের নবীন এবং প্রবীন কবি, সাহিত্যিক, পাঠক ও সংস্কৃতিজনেরা অংশ নেন। এছাড়া বরিশালের প্রবীন সংস্কৃতিজন মুকুল দাস, কবি শফিক আমিন, কবি শাহীনা কাজল, কবি ছোটন্দ্রনাথ চক্রবর্তী, কবি ইব্রাহিম খলিল, কবি আফরোজা রোজী, কবি অনিতা পাণ্ডে, কবি তুহিন ওসমান, কবি আব্দুর রহমান, কবি মাহমুদ অর্ক্য, কবি এস. কে লুনা, কবি সাইফুল ইসলাম সাইফ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত সকল লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীগণ সন্ধ্যা পত্রিকা’র ভবিষ্যত অগ্রগতি ও সাফল্য কামনা করেন।