কাজী সাইফুল
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলকে গ্রেফতারের প্রতিবাদে বের হওয়া স্বেচ্ছাসেবক দলের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে বরিশালে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে নগরের সদর রোডের বিএনপি দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়।
মিছিলটি অশ্বিনী কুমার হল চত্বর থেকে সদররোডে উঠতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ফিরে গেলে মিছিলটি পণ্ড হয়ে যায়। মিছিলের আগে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক দল নেতা এ কে এম শহীদুল ইসলাম, মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর ছাত্রদলের আহ্বায়ক খন্দকার আবুল হাসান লিমন প্রমুখ। এসময় বক্তারা আব্দুল কাদের ভুঁইয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।