বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
তালা অপসারণ কর্মসূচিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে এ ঘটনার সুত্রপাত ঘটে। এর আগে উপাচার্যের পদত্যাগের দাবিতে উপাচার্যের কার্যালয়ে তালা দেয় শিক্ষার্থীদের একটি পক্ষ।
রবিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। জানা যায়, ভিসি বিরোধী আন্দোলনের পক্ষের শিক্ষার্থীরা, ভিসির পক্ষে অবস্থানকারীদের তালা অপসারণ কর্মসূচির ব্যানার ছিঁড়ে ফেললে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা এবং হাতাহাতি শুরু হয়। পরবর্তীতে উপাচার্য জীবনানন্দ কনফারেন্স কক্ষে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আলোচনাসভায় বসেন।
তবে আলোচনাসভার শুরুতেই দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। আলোচনা সভার পরিবেশও অশান্ত হয়ে ওঠে। উপাচার্যের পক্ষ বিপক্ষের শিক্ষার্থীদের উভয় পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয় এবং তা হাতাহাতিতে রূপ নেওয়ার মতো ঘটনা ঘটে।
দীর্ঘ আলোচনা সভায়, শিক্ষার্থীরা তাদের অভিযোগগুলো উপাচার্যের সামনে তুলে ধরেন। তবে আলোচনা শেষে কোনো কার্যকর সমাধান ছাড়াই উপাচার্য কক্ষ ত্যাগ করেন।
এর আগে, ক্ষমতার অপব্যবহার, রাতের আধারে পতিত স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের অপচেষ্টাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে স্থবিরতা সৃষ্টির অভিযোগ এনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা উপাচার্যকে পদত্যাগ করার আল্টিমেটাম দেয় কিন্তু পদত্যাগ না করলে পরবর্তীতে উপাচার্য কার্যালয়ে তালা দেয়।