জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম বরিশাল লাইভ টুয়েন্টিফোর ডট কমের নির্বাহী সম্পাদক মফিজুল ইসলাম মিলনের বাবা ডা: হাবিবুর রহমান হৃদরোগে অাক্রান্ত হয়ে অাজ দুপুর ১০ টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
এদিকে বরিশাল লাইভ টুয়েন্টিফোর ডট কমের নির্বাহী সম্পাদকের পিতার মৃত্যূতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল লাইভের প্রধান সম্পাদক কাজী মিরাজ মাহামুদ, সম্পাদক এ.এফ.এম অানোয়ারুল হক, প্রধান নির্বাহী সম্পাদক অারেফিন ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক কাজী অাফরোজা,সহ সম্পাদক রাফসান হক, প্রতিষ্ঠাতা সাঈদ বারীসহ অন্যরা।