একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থীতা ফিরে পেয়েছেন বরিশাল-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ সোহেল রানা বরিশাল-২ (উজিরপুর-বানরীপাড়া) আসনের প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু ৪১৪৭ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা।
বকেয়া থাকা বিদ্যুৎ বিল পরিশোধ করে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন সোহেল রানা। শুনানি শেষে নির্বাচন কমিশন তা মঞ্জুর করায় আশির দশকের জনপ্রিয় এই চিত্রনায়ক প্রার্থিতা ফিরে পান।
শুনানি শেষে সোহেল রানা সাংবাদিকদের বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা আইন মেনেই আমার মনোনয়ন বাতিল করেছিল। কেননা আমার বিলের কিছু টাকা বাকি ছিল। সেটি আমি পরিশোধ করে দিয়েছি। আদালতের ওপর শ্রদ্ধা আছে বলেই আমি আবেদন করেছি এবং প্রার্থীতা ফিরে পেলাম।