নির্বাচন বরিশাল রাজণীতিবরিশাল-৩ আসনে জিতলেন লাঙ্গলের টিপু by banglarmukh officialডিসেম্বর ৩০, ২০১৮০59 Share0 বরিশাল-৩ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। লাঙ্গল প্রতীকে গোলাম কিবরিয়া টিপু পেয়েছেন ৫৪৫৬৫ ভোট। বিএনপির প্রার্থী এ্যাড. জয়নুল আবেদিন পেয়েছেন ৪৭২৩৫ ভোট এবং নৌকা প্রতীকের শেখ মো:টিপু সুলতান পেয়েছে ১৮১৯৬ ভোট। এখানে কেন্দ্র সংখ্যা ১২৩টি।