ভোলা প্রতিনিধি :
মায়ের ১১ তম মৃত্যু বার্ষিকীতে মা-বাবার নামে ২৫০ শয্যাবিশিষ্ট বেসরকারি মেডিকেল কলেজ ও হাসাপাতালের ভিত্তিপ্রস্থর স্থাপন করছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার দুপুরে ভোলার উপ-শহর বাংলাবাজার ফাতেমা খানম কমপ্লেক্সে’র তিন একর জমির ওপর আজহার-ফাতেমা মেডিকেল কলেজ ও হাসপতালের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন বাণিজ্যমন্ত্রী।
এসময় মন্ত্রী বলেন, এক সময়ের পিছিয়ে পড়া জনপদ ভোলার বাংলাবাজারে প্রতিষ্ঠিত করা হবে মেডিকেল কলেজ। এখান থেকে ভোলার সাধারণ মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা যাবে। ভোলার মানুষ সব ধরনের বিশেষায়িত চিকিৎসাসেবা এই মেডিকেল কলেজ হাসপাতালেই করতে পারবে।
ভিত্তিপ্রস্থর স্থাপন কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, বাণিজ্যমন্ত্রীর মেয়ে ডাঃ তাসনিমা আহমেদ জামান, সিভিল সার্জন ডাঃ রথিন্দ্রনাথ মজুমদার, জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব প্রমুখ।