এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
নির্বাচন প্রশাসন রাজণীতি

বিএনপি প্রার্থী গুলিবিদ্ধের ঘটনায় সোনাইমুড়ী থানার ওসি ক্লোজড

বিএনপির যুগ্ম মহাসচিব ও নোয়াখালী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যরিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনকে গুলিতে আহত হওয়ার ঘটনায় নোয়াখালীর সোনাইমুড়ী থানার ওসি মো. আবদুল মজিদকে ক্লোজ করা হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের নির্দেশে জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরিফ স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেয়া হয়।

পরে সন্ধ্যায় আবদুল মজিদ সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এ ব্যাপারে জানতে ওসি আবদুল মজিদের মুঠোফোনে একাধিকবার কল কর হলেও তিনি রিসিভ করেননি। তবে থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ওসি সন্ধ্যায় তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন।

পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ পাওয়া মাত্রই তাকে ক্লোজ করা হয়।

এর আগে গত শনিবার সন্ধ্যায় নোয়াখালী-১ আসনে (চাটখিল-সোনাইমুড়ী উপজেলার একাংশ) বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সাংসদ ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন তার কর্মী সমর্থকদের নিয়ে সোনাইমুড়ী বাইপাস সড়কে গণসংযোগ চালানোর সময় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। খবর পেয়ে সোনাইমুড়ী থানার ওসি আবদুল মজিদ ঘটনাস্থল পৌঁছে এ.এম মাহবুব উদ্দিন খোকনকে গুলি করে হত্যার চেষ্টা চালান বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় মাহবুব উদ্দিন খোকনের ছেলে ব্যারিস্টার সাকিব মাহবুব প্রধান নির্বচান কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। নোয়াখালী-১ আসনে নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্নের জন্য ওসিকে প্রত্যাহারের দাবিও জানানো হয়।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official

কাদেরের কললিস্টে নায়িকা-নেত্রীদের তালিকা ভাইরাল

banglarmukh official

স্ত্রী-কন্যাসহ খায়রুজ্জামান লিটনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

banglarmukh official

আনিসুল শাজাহানসহ নতুন মামলায় গ্রেফতার ৯

banglarmukh official