এপ্রিল ২৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ বরিশাল রাজণীতি

বিএনপি মিথ্যা বলার রোগে ভুগছে- শাজাহান খান এমপি

বিএনপি মিথ্যা বলার রোগে ভুগছে। তাদের দলের মহা সচিব মির্জা ফকরুল ইসলাম বলছেন রংপুরের নির্বাচন সুষ্ঠ হয়েছে, আর যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি বলেছেন নির্বাচন সুষ্ঠ হয় নি। নিজ দলের মধ্যেই চলছে মিথ্যাচারিতা। এরা নিজেদের জন্য আন্দোলন করে, দেশের মানুষের জন্য নয়। আজ বুধবার সকালে বরিশালে মেরিন শিক্ষানবিশদের শিক্ষা সমাপনি কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ গ্রহন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি তাদের ব্যার্থতার গ্লানি স্বীকার করে নিয়েছে। গেল মুক্তিযোদ্ধা সন্মেলনে ওই দলের চেয়ারপারসন ব্যার্থতার কথা স্বীকার করে নিয়েছেন। যারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান দেয় না তারা এ দেশের মুক্তিযোদ্ধা হতে পারে না। ঢাকায় তথাকথিত জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে জাতীর পিতাকে স্বীকার করা হয়নি। বিএনপি সবসময়ই বেগম জিয়া আর তারেক জিয়াকে বাচানোর জন্য আন্দোলন করে। কিন্তু দেশের মানুষের জন্য তাদের কোন আন্দোলন নেই। মন্ত্রী বলেন, বিশ্বের বহু দেশের সংসদ বহাল রেখে নির্বাচন পরিচালনা করছে। তেমনি বাংলাদেশও সংসদ বহাল রেখে নির্বাচন হবে। বিএনপি নির্বাচনে এলেও বিগত দিনে যেভাবে গুরুত্বপূণ ব্যক্তি আর সাধারণ মানুষ পুড়িয়ে হত্যা করেছে সেই দেশের মানুষের কাছে তারা কি জবাব দিবে। তাই যুদ্ধাপরাধীদের যেভাবে বিচার হচ্ছে ঠিক তেমনি ভাবে ওই সব হত্যাকারীদের বিচার প্র্রধানমন্ত্রীর জননেন্ত্রী শেখ হাসিনা সরকার। এর আগে নৌ পরিবহন মন্ত্রী বরিশাল নগরীর বান্দরোডস্থ ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র অনুষ্ঠিত বরিশাল ও মাদারীপুরের ২৭ জন মেরিন শিক্ষানবিশদের শিক্ষা সমাপনি কুচকাওয়াজ পরিদর্শন ও ক্রেস্ট সনদ বিতরণ করেন।

ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র ও শিপ পার্সোনেল ট্রেনিং ইনস্টিটিউট’র অধ্যক্ষ মোঃ আবদুল মতিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, যাদের অবহেলায় আজ বহু নদীপথ হাড়িয়ে গেলে তাদের বিচার এই দেশের মানুষ করবে। বাংলাদেশের নদীপথ বাচাতে একমাত্র বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সরকারই উদ্যোগ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। ইতো মধ্যে ৩হাজার৩শ’ কিলোমিটার নদীপথ উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি নদী পথে দক্ষ জাহাজ চালক সৃস্টির লক্ষ্যে এই সরকারই প্রশিক্ষনের ব্যবস্থা করেছে। অনুষ্ঠানে তিনি আরো বলেন, মাননিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ উন্নয়ন হয়। তাই তার দিক নির্দেশনার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে সমৃদ্ধশীল দেশ। আর ২০৩০ সালের মধ্যে বিশ্বের ৩০টি উন্নয়নশীল দেশের মধ্যে একটি দেশ হিসেবে পরিচিতি পাবে বাংলাদেশ। এছাড়া আমাদের শাষন আমলে আমরা সাড়ে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি। শেখ হাসিনা সরকার যুদ্বাপরাধীদের বিচারের মাধ্যমে দেশ ও দেশের মানুষকে কলংক মক্ত করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ও বিআইডব্লিউটিএ বিএন চেয়ারম্যান কমডোর এম. মোজাম্মেল হক (জি) এনইডিপি, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার আব্দুর রউফ খান ও জেলা লঞ্চ মালিক সমিতির সভাপতি আজিজুল হক আক্কাস।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official