আজ ১৬ই ডিসেম্বর ৫১তম বিজয় দিবস উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলা শাখার বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। এ বিজয় র্যালি টাউন হল থেকে শুরু করে সদর রোড কাকলীর মোড় সহ বিভিন্ন সড়ক প্রদর্শন করে বধ্যভূমি গিয়ে শেষ হয়, বিজয় র্যালিতে নেতৃত্ব দিয়েছেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজামুর রহমান নিজাম র্যালিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক বাপ্পি, বাকেরগঞ্জ উপজেলা দলের আহ্বায় সুমন খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সামসুল কবির ফরহাদ, বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তপন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, যুগ্ম আহ্বায়ক হানিফ হাওলাদার রিয়াজ, বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সাইদুল ইসলাম সহ বরিশাল জেলা ও বিভিন্ন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।