21 C
Dhaka
নভেম্বর ২৩, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
লেখার কিছু শিক্ষাঙ্গন

বিজয়ের মাসে বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র, বরিশালের বিশেষ আড্ডা

হুজাইফা রহমান:

বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র, বরিশালের আয়োজনে শহীদ জননী জাহানারা ইমামের মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ “একাত্তরের দিনগুলি”র উপর আড্ডা সম্পন্ন হয়েছে। মহান বিজয়ের মাসে গতকাল শহরের শিক্ষক ভবনের আব্দুল গফুর স্মৃতি মিলনায়তনে “একাত্তরের দিনগুলি ও একটি স্বাধীন ভূখন্ডের জন্মাখ্যান” শীর্ষক এই বিশেষ পাঠক আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডার শুরুতেই বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র, বরিশালের সমন্বয়কারী জনাব বাহাউদ্দীন গোলাপ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের পূণ্যস্মৃতিকে স্মরণ করে একাত্তরের দিনগুলি’র পটভূমি ব্যাখ্যা করেন। এরপর একে একে পাঠচক্রের নিয়মিত পাঠক হুজাইফা রহমান, দেব, কামরুল হাসান, নজরুল ইসলাম ও লোকমান হোসাইন বইটি নিয়ে তাদের পাঠোপলব্ধি বর্ণনা করেন। পরে উদয়ন মাধ্যমিক বিদ্যালয় এর সম্মানিত শিক্ষক জনাব জাজ জাফর, কবি শফিক আমিন এবং বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র, বরিশালের সহ-সমন্বয়কারী জনাব ছোটন্দ্রনাথ চক্রবর্তী একাত্তরের দিনগুলির আলোকে মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা নিয়ে আলোচনা করেন।

সবশেষে আজকের বিশেষ আড্ডার সম্মানিত বিশেষ আলোচক, সর্বজন শ্রদ্ধেয় সরকারি ব্রজমোহন কলেজের ইংরেজী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক এইচ. এম মাহবুবুল আলম একাত্তরের দিনগুলি’র উপর বিশেষ আলোচনা করেন। ব্রজমোহন কলেজের শিক্ষার্থীপ্রিয় এই শ্রদ্ধেয় অধ্যাপক তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জেনে তার আলোকে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নিজেদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার তাগিদ দেন এবং বই পড়ার মাধ্যমে জ্ঞানের রাজ্যকে বিস্তৃত করার উপদেশ দেন। পরিশেষে বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র, বরিশালের সমন্বয়কারী মুক্ত জ্ঞানের চর্চার তাগিদ দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে আড্ডার সমাপ্তি করেন। আড্ডায় আরো উপস্থিত ছিলেন জনাব তপন কুমার বৈরাগী, রাকিবুল ইসলাম সহ বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র, বরিশালের বেশ কয়েকজন স্বজন ও শুভাকাঙ্ক্ষী এবং ঐতিহ্যবাহী উদয়ন মাধ্যমিক বিদ্যালয় ও কাশিপুর হাইস্কুল এন্ড কলেজ এর এক ঝাক শিক্ষার্থী।

সম্পর্কিত পোস্ট

বরিশাল বোর্ডে সেরা ঝালকাঠি, পিছিয়ে পটুয়াখালী

banglarmukh official

কোন বোর্ডে জিপিএ-৫ কত?

banglarmukh official

এইচএসসির ফল প্রকাশ কাল, যেভাবে জানা যাবে

banglarmukh official

এইচএসসির ফল প্রকাশ ১৫ অক্টোবর

banglarmukh official

শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় সমন্বয়ে জবিতে কমিটি

banglarmukh official

একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় বাড়ল তিন দিন

banglarmukh official