সাভারে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম মাবরুকা ফেরদৌসী ঐশী (১৯)। তিনি সাভার পৌর এলাকার নামাগেন্ডা মহল্লার প্রফেসর মিজানুর রহমানের মেয়ে। মাবরুকা সাভারের মির্জানগর এলাকায় অবস্থিত গণবিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন বলে জানা গেছে।
ঐশীর ভাই অমি জানায়, চাকরির সুবাদে তাদের মা ও বাবা সাভারের বাহিরে থাকেন। বোনকে নিয়ে নিজ বাড়িতে থেকে দুজনেই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে আসছেন। প্রতিদিনের মতো রবিবার সকালে তারা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য একসঙ্গে বাসা থেকে বের হয়ে যান। সন্ধ্যার পর বাসায় ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকির পরও কোন সাড়া না পেয়ে বিষয়টি প্রতিবেশীদের জানাই। পরে প্রতিবেশীরা বিষয়টি সাভার মডেল থানায় ফোন করে জানালে পুলিশ রাত ৯টার দিকে ঘরের দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মাবরুকার লাশ উদ্ধার করে থানা নিয়ে যায়।
সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।